E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গল পৌর নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

২০২১ নভেম্বর ২৮ ১২:০৭:২৪
শ্রীমঙ্গল পৌর নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দীর্ঘ ১০ বছর পর বহুপ্রত্যাশিত পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শহরের ১১টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শুরু হয় ভোট যুদ্ধের আনুষ্ঠানিকতা।

সকাল ১০টার দিকে সরেজমিন ঘুরে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়,চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে দেখা যায়, সেখানে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক। ভোটাররাও বেশ স্বাচ্ছন্দে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত শান্তির এই পরিবেশ কতটা বজায় থাকবে তা নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে শঙ্কা। নির্বাচনে ভোটাদের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার সজল চন্দ্র সূত্রধর জানান, ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশেই হচ্ছে। তিনি জানান, ওই কেন্দ্রে সর্বমোট ১৫শত ভোটারদের মধ্যে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২শত ৪০ ভোট কাস্ট হয়েছে।

সকাল ১১টার দিকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় তিনি ওই কেন্দ্রে ভোটের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক শহরের চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

বর্তমান মেয়র ও নারিকেল গাছ প্রতিক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেন। কেন্দ্র থেকে বের হয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, এ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে, আশা রাখি ভোট গ্রহণ শেষ পর্যন্ত শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। ইভিএমে প্রথম ভোট হচ্ছে, ইভিএমে যে অস্বচ্ছ ভোট হয়না সেটা আমরা প্রমান করতে চাই।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা প্রয়োজন সবকিছুই করা হয়েছে।

এদিকে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৯টি ওয়ার্ডে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন। আগে সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হয়।

(একে/এএস/নভেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test