E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আশুজিয়া ইউনিয়নে নতুন মুখের প্রার্থী নৌকা পেলে ভোট হবে আনন্দের

২০২১ নভেম্বর ২৯ ১৮:৫৭:০৩
আশুজিয়া ইউনিয়নে নতুন মুখের প্রার্থী নৌকা পেলে ভোট হবে আনন্দের

সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া, (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার ২ নং আশুজিয়া ইউনিয়নেও অন্যান্য ইউনিয়নের মতো সম্ভাব্য সব প্রার্থীরা বসে নেই। প্রত্যেকেই যার যার কৌশলে মাঠ চষে বেড়িয়েছেন। করছেন গণসংযোগ পথসভা, উঠোন বৈঠক ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এসব শেষ করে আজ সবাই অবস্থান করছেন ঢাকায়। তবে তৃণমূল নেতাকর্মীদের মুখে মুখে বেশি উচ্চারিত হচ্ছে নতুন মুখের প্রার্থী নৌকা পেলে ভোট হবে আনন্দের ভোট। কারণ বিগত দিনে দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে যারা কোন আঘাত দেননি অথবা চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নতুন মুখের প্রার্থীর বেলায় এ বিষয়টি অনুপস্থিত। সারা ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা দাবী করছেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক উজ্জ্বল খান ও সহ-সভাপতি ফনি ভূষন ভদ্র (মাধু) নৌকার মনোনয়ন পেলে এই ইউনিয়নে কোন স্বতন্ত্র প্রার্থী না হওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে নতুন মুখের প্রার্থী নৌকা পেলে উৎসাহ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সবাই নৌকায় ভোট দিতে আসবেন।

এ বিষয়ে উজ্জ্বল খান বলেন, আমি নতুন মানুষ হিসেবে আশা করছি দল আমাকেই নৌকা প্রতীক দেবে এবং নৌকা প্রতীক পেলে আমিই জয় লাভ করব ইনশাআল্লাহ।

ফনি ভূষন ভদ্র বলেন, আমি নৌকার মনোনয়ন পেলে আশুজিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী না হওয়ার সম্ভাবনাই বেশি। সাধারণ মানুষেরা আমাকেই ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করছে। নৌকার মনোনয়ন পেলে আমিই জয় লাভ করব। কিন্তু কে পাবেন নৌকা তা এখন কেউই বলতে পারছেন না। নৌকার আশায় তীর্থের কাকের মতো সবাই অধির আগ্রহে বসে আছেন।

(এসবিএস/এএস/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test