E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড 

২০২১ ডিসেম্বর ০৭ ১৭:০৯:৫৩
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আঃ মমিন ( ৩৮ ) নামে এক মাদক  ব্যবসায়ীকে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা বারটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামি আঃ মমিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শ্রীফলগাতী গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ২০১৮ ইং সালের ১৯ই আগস্ট সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ীর রাজশাহী- ঢাকাগামী মহাসড়কে র‍্যাব-১২ চেক পোস্ট স্থাপন করে তল্লাশিকালে সাব্বির পরিবহন নামের বাসটি সিগন্যাল দিয়ে থামালে বাসে থেকে আঃ মমিন পালানোর চেষ্টাকালে র‍্যাব-১২ মমিনকে আটক করে। এসময় তার শরীর তল্লাসি করে ৪৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে উল্লাপাড়া থানায় সেই সময়ের র‍্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন । দীর্ঘ শুনানি ও তথ্য প্রমান শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করে।

(আই/এসপি/ডিসেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test