E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাক’র প্রচার অভিযান ও মানববন্ধন

২০২১ ডিসেম্বর ০৮ ১৮:৫৬:৩৪
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাক’র প্রচার অভিযান ও মানববন্ধন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ শ্লোগানকে সামনে রেখে এক পক্ষকাল ব্যাপি প্রচার অভিযান আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (০৮ডিসেম্বর) বিকালে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী পুকুরপাড় গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে হাজী জমিন উদ্দিনের এর সভাপতিত্বে উল্লাপাড়া উপজেলা ব্র্যাক এসোসিয়েট অফিসার (সেলপ) শাহনাজ পারভীন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা।

তিনি বলেন, নারী নির্যাতন কি ভাবে বন্ধ করা যায় সরকার কি করছে এবং ব্র্যাক কি করছে তা আপনারা সবাই জানেন মোটামুটি। নারী নির্যাতনের কেন্দ্র বিন্দু কিন্তু নারীরা। নারী নির্যাতন শুধু পুরুষ দ্বারা হয় তা না, নারী দ্বারাও হয়। আমাদের ছেলে মেয়ে বৈষম্য দূর করতে হবে। নারীদেরও সোচ্চার হতে হবে। সমাজের মেয়েদের অবস্থান ধিরে ধিরে উন্নত হচ্ছে। কেন মেয়েরা নির্যাতন হয়। ব্র্যাক নারী নির্যাতন রোদে যথেষ্ট চেষ্টা করছে। এই ব্র্যাক এনজিও সংগঠন দ্ররিদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন বিষয় নিয়ে কাজ করছে। বে-সরকারী এনজিও সংগঠন ব্র্যাক নারী, শিশু নির্যাতন সহ দ্ররিদ মানুষকে বিভিন্ন ভাবে আইনের সহায়তা দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, তিনি নারীদের প্রতি সহিংসতা বন্ধে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সকল নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার উৎসাহ প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের ব্র্যাক সমন্বয়ক রইসউদ্দিন, পূর্ণিমাগাঁতী ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবু মুসা, পল্লী সমাজের সভা প্রধান মনোয়ারা খাতুন প্রমুখ। ব্র্যাক এসোসিয়েট অফিসার (সেলপ) শাহনাজ পারভীন তিনি বক্তব্যে প্রোগ্রামটি আয়োজনের লক্ষ্য ও উদ্দেশাবলী তুলে ধরেন।

(আইএইচ/এএস/ডিসেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test