E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৮ দফা দাবিতে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা শহিদ পরিবার জনতার মিছিল সমাবেশ

২০২১ ডিসেম্বর ০৮ ১৯:০২:০৯
৮ দফা দাবিতে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা শহিদ পরিবার জনতার মিছিল সমাবেশ

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : গণহত্যায় নিহতদের শহিদের মর্যাদা, শহিদ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন, যুদ্ধস্থান গণহত্যার স্থান চিহ্নিতকরণ ও স্মৃতিফলক স্থাপন, মুক্তিযোদ্ধা ও শহিদের নামে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ, ঘুষ দূর্নীতি, চোরাকারবার মাদক কারবার বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা সহ ৮ দফা দাবিতে বুধবার ৮ ডিসেম্বর সকালে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আয়োজন মুক্তিযোদ্ধা শহিদ পরিবারের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় । সকাল দশটায় সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শহরে মিছিল বের হয়। মিছিল শহর প্রদক্ষিণ করে শহিদ মনসুর আলী অডিটোরিয়াম চত্বরে শেষ হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে বক্তৃতা রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফজলু, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বানু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বাসদ সংগঠক নব কুমার কর্মকার, জাসদ নেতা মঞ্জুর আলম শাহিন, কাউন্সিল শাহাদাত হোসেন, শহিদুল আলম মেম্বার, আবদুল আজিজ মেম্বার, সজল মেম্বার, আরমান আলী, আঃ মন্নাফ খন্দকার, আবুল কালাম আজাদ, মনোরঞ্জন কর্মকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যে সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সেই সরকারের পক্ষে সহজেই এই সব দাবি মেনে নেওয়া সম্ভব। বক্তৃতারা ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

(আইএইচ/এএস/ডিসেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test