E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্বাচিত হলে শিক্ষা ও খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো

২০২১ ডিসেম্বর ০৮ ১৯:০৭:৩৩
নির্বাচিত হলে শিক্ষা ও খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদরের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্টিত হচ্ছে। গত মঙ্গলবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর থেকে প্রার্থীরাও নেমে পড়ছেন প্রচার প্রচারণায়। এবার সদর উপজেলার নিকঠবর্তী ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীকে নির্বাচন করছেন ইউনিয়নে সর্বশেষ নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম আকলাই মিয়ার ছোট ভাই তরুণ সমাজ সেবক মোঃ আসলাম মিয়া। 

তিনি আসন্ন নির্বাচনে তাঁর বড় ভাই ও সাবেক চেয়ারম্যান মরহুম আকলাই মিয়ার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়নের লক্ষেই এবার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে বুধবার (৮ ডিসেম্বর) দুপুরেএকান্ত আলাপকালে এ প্রতিবেদককে জানিয়েছেন।

আলাপকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আসলাম মিয়া বলেন, আমার প্রত্যাশা সুন্দর পরিবেশে মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সে পরিবেশ নিশ্চিত করা। সাধারণ মানুষও চায় তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে। চাঁদনীঘাট ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে আমার বড় ভাই ছিলেন সর্বশেষ নির্বাচিত চেয়ারম্যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডে যুক্ত থেকে মানুষের জন্য কাজ করে গেছেন। আমি মূলত সেই পথ ধরেই বড় ভাইয়ের অসমাপ্ত উন্নয়ন কাজকে এগিয়ে নিতেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। আমি আশাবাদি এ ইউনিয়নে সুন্দর ও সুষ্টু পরিবেশে নির্বাচন অনুষ্টিত হবে এবং জনগণ বিপুল ভোটে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে।

তিনি বলেন, বিজয়ী হলে আমি আমার ইউনিয়নের প্রতিটি ওয়াডের্র সামগ্রীক উন্নয়নের লক্ষে সরকারি বরাদ্দের পাশাপাশি সাধারণ গরীব অসহায় মানুষের জন্য নিজস্ব অর্থায়নে সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকব। এই ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া এলাকায় বনাঞ্চল বেষ্টিত টিলা হওয়ায় এখানকার বেশ কিছু রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে। সাধারণ মানুষের যাতায়াতে অনেক অসুবিধা হয়,নির্বাচিত হলে এসব রাস্তঘাট ব্রীজ কালবার্ট নির্মাণ করে ব্যপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। আমাদের চাঁদনীঘাট ইউনিয়ন মৌলভীবাজার জেলা শহরের একদম পাশে হওয়ায় শহরের সাথে ইউনিয়নের সমন্বয় করে শিক্ষা ও খেলাদুলাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চাই। মাদক একটি বড় সমস্যা,এটা নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এক্ষেত্রে আমি সাধরণ জনগণকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার থাকব। নারীরা যাতে কোন অবস্থাতেই পিছিয়ে না থাকে সেটাও আমার চেষ্টা থাকবে।

(একে/এএস/ডিসেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test