E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২০২১ ডিসেম্বর ১০ ১৩:৪৫:২৮
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : ১০ ডিসেম্বর ৭৩তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি  শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, অধ্যাপক মোঃ শাহাজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফরিদপুর আঞ্চলিক শাখার উপদেষ্টা সদস্য ও আলিয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আজমল হোসেন সাবু, সভাপতি এ্যাড ছামাদ, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড প্রণব চক্রবর্তী, দপ্তর সম্পাদক পংকজ কুমার (পি.কে) মন্ডল, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

এ সময় মানবাধিকার সংস্থা ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড প্রদীপ কুমার দাস লক্ষণ, এ্যাড আসাদুজ্জামান, এ্যাড সোহেলসহ মানবাধিকারের জেলা মহিলা বিষয়ক কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে মানবাধিকার দিবস সফল করতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।

(ডিসি/এএস/ডিসেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test