E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রিপেইট মিটারে অতিরিক্ত টাকা কেটে নেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

২০২১ ডিসেম্বর ১৩ ১৭:০৯:২০
প্রিপেইট মিটারে অতিরিক্ত টাকা কেটে নেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : বিদ্যুৎ বিভাগ নেসকো কোম্পানি কতৃক নতুন স্মার্ট প্রিপেইট মিটার লাগানোর পর থেকে বিগত মিটারের চেয়ে দ্বিগুন টাকা কেটে নেয়ার প্রতিবাদে সোমবার (১৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জে বিদ্যুৎ গ্রাহক সমিতির উদ্যোগে সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাটে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ গ্রাহক সমিতির আহ্বায়ক আবু এহিয়া খান'র সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্য সচিব নব কুমার কর্মকার, সিরাজগঞ্জের গনহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, কৃষক লীগ নেতা গোলজার হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের নেসকো কোম্পানি ডিজিটাল স্মার্ট প্রিপেইট মিটারের নানা সুবিধার কথা বলে জনগণের কাঁধে এই মিটার চাপিয়ে দিয়ে এখন প্রতিদিন জনগনের পকেট কাটছে। বিগত মিটারের চেয়ে এই মিটার ৬০ থেকে ৬৫%টাকা অতিরিক্ত লাগছে যা সাধারন গ্রাহকদের জুলুম হয়ে গেছে, নেতৃবৃন্দ এই অত্যাচার বন্ধের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, দ্রুত এই সমস্যা সমাধান না করলে আগামীতে বিহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেন।

(আই/এসপি/ডিসেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test