E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেন্দুয়ায় বাইসাইকেল পেলেন ১১৮ গ্রাম পুলিশ সদস্য

২০২১ ডিসেম্বর ১৩ ১৮:২০:৩৭
কেন্দুয়ায় বাইসাইকেল পেলেন ১১৮ গ্রাম পুলিশ সদস্য

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের দুই নারীসহ ১১৮ গ্রাম পুলিশের সদস্যরা পেলেন বাইসাইকেল। গ্রামে গ্রামে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এবং গ্রাম পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতেই নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের পৃষ্টপোষকতায় গ্রাম পুলিশের সদস্যরা পেলেন এ বাইসাইকেল। 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গ্রাম পুলিশের সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

মেঘনা কোম্পানি লিমিটেড থেকে এই সাইকেল ক্রয় করে খুলনার শিববাড়ী এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ডি.কে এন্টারপ্রাইজ। ডি.কে এন্টারপ্রাইজের প্রতিনিধি আশারাফুদ্দিন জানান নেত্রকোণা জেলা প্রাশাসকের পছন্দ মোতাবেক মেঘনা কোম্পানি লিঃ এর সাইকেল সরবরাহ করা হয়। প্রতিটি সাইকেল ৮ হাজার করে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূলের সাইকেল দেয়া হয়েছে। সাইকেলের মানগুলি খুবই ভালো বলে তিনি দাবি করেন। গ্রাম পুলিশ কেন্দুয়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল কদ্দুছ বলেন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বাইসাইকেলের। সাইকেল পেয়ে আমরা সবাই খুশি হয়েছি। সাইকেল পাওয়ায় আমাদের কাজের গতি অবশ্যই বাড়বে।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test