E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে কুৎসা রটানোর প্রতিবাদে মানববন্ধন

২০২১ ডিসেম্বর ১৭ ১৩:৫৯:৫৬
সিরাজগঞ্জে কুৎসা রটানোর প্রতিবাদে মানববন্ধন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভুয়া র‌্যাব সাজিয়ে মুখোশধারিদের ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থীর কর্মি, সমর্থক ও জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধার নামে কুৎসা রটনা, কর্মী সমর্থকদের মারপিট ও পোষ্টার ছেঁড়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও জনসাধারণ।

শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরিতে এই মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভুয়া র‌্যাব সাজিয়ে মুখোশধারিদের ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থীর কর্মি, সমর্থক ও জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন করছে, সভা-সমাবেশ করছে। ঘোড়া প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকনের কর্মিদের মারপিট করছে। বিভিন্ন স্থানে পোষ্টার ছেড়া হচ্ছে। বিজয়ের এই মাসে একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। ইতিমধ্যেই নৌকার প্রার্থী ওপেন ভোট দিতে ভোটারদের চাপ প্রয়োগ করছে। আমরা এসকল ঘটনার ন্যায় বিচার ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, মাহতাব হোসেন ও সোলায়মান হোসেন।

(আইএইচ/এএস/ডিসেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test