E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সৎ মায়ের চাপে সাত বছরের সন্তানকে ফেলে গেলেন বাবা

২০২১ ডিসেম্বর ১৭ ১৭:০১:০৯
সৎ মায়ের চাপে সাত বছরের সন্তানকে ফেলে গেলেন বাবা

আবু নাসের হুসাইন, সালথা : শিশুটির নাম আসিফ। বয়স সাত বছরের মতো। আরো ছোটকালে গর্ভধারিণী মা মারা গেছেন ক্যান্সারে। এরপর বাবা করেছেন দ্বিতীয় বিয়ে। তখন থেকেই আসিফের দুঃখ-কষ্ট শুরু। পেটপুরে খাবারতো দুরে থাক, সৎ মায়ের মারধর আর নানা ধরনের নির্যাতন সইতে হয়েছে তাকে। সৎ মায়ের ইচ্ছা, আসিফকে বাড়িছাড়া করতে হবে। জন্মদাতা বাবাও তাকে তার কাছে রাখতে পারেননি। দ্বিতীয় বউয়ের চাপে হাত-পা, চোখ-মুখ বেঁধে ঢাকা থেকে ফরিদপুরের সালথায় রাতের আঁধারে ফেলে রেখে যান নিষ্ঠুর পিতা।

জানা গেছে, উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গত বুধবার (১৫) ডিসেম্বর বিকেলে অসুস্থ অবস্থায় শিশু আসিফকে কুড়িয়ে পান রামকান্তপুর ইউনিয়নের তেলি সালথা গ্রামের লোকমান মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর। তিনি আসিফের সব কথা শুনে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন।

আসিফ সাংবাদিকদের বলেন, আমার পিতার নাম রেজাউল, মাতা নাম আসমা বেগম। বাড়ি মিরপুর ১২ নম্বর বালু মাঠ মন্দিরের পাশে। আমার নানার বাড়ি রংপুর। আমার মা ৬ মাস আগে ফুসফুস ক্যান্সার রোগে মারা গেছেন। আমার বাবা নতুন বিয়ে করেছেন। নতুন মায়ের কথা মতো বাবা আমাকে ফেলে রেখে গেছেন।

সুমন মাতুব্বর বলেন, যদুনন্দী ইউনিয়নের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। কাছে গিয়ে তার বিস্তারিত কথা শুনে আমার বাড়িতে নিয়ে আসি। খাবার ও স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সুস্থ করে তোলার চেষ্টা করি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সালথা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর সালথা থানার ওসি সাহেবের নিকট একটি লিখিত আবেদনের মাধ্যমে আসিফকে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ওসি সাহেব আসিফের পুরো দ্বায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, প্রথমে শিশুটিকে উদ্ধারকারী সুমন মাতুব্বরের মাধ্যমে শিশুটিকে থানায় আনা হয়। তারপর আসিফের বিস্তারিত কথা শুনে আমি নিজেই ওর দ্বায়িত্ব গ্রহন করেছি। আপাতত শিশুটি থানায় আছে। থানায় তার থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার একটা সঠিক ব্যাবস্থা ও নিশ্চয়তা জীবনের ঠিকানায় পৌচ্ছাতে সাহায্যের পাশাপাশি তার অভিভাবকদের খোঁজ-খবর নেওয়া হবে।

(এন/এসপি/ডিসেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test