E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মানব পতাকা তৈরি করল তৃষিতপুর

২০২১ ডিসেম্বর ১৭ ২১:৩৬:৪৭
মানব পতাকা তৈরি করল তৃষিতপুর

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রাণের উচ্ছাসে ও দেশমাতৃকার টানে আত্মনিয়োগ করে তৃষিতপুর নামের স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন, জাতীয় পতাকার অবয়বে তৈরি করল ১৫শ বর্গফুটের মানব পতাকা। কেন্দুয়া উপজেলায় এই প্রথম ৪শ ১৬ জন ছাত্রীর সমন্বয়ে সর্ববৃহৎ মানব পতাকা তৈরি করে প্রদর্শন করা হলো। পতাকা দেখার জন্য শত শত উৎসুক জনতার ভিড় ছিল।

তৃষিতপুর সংগঠনের সাধারন সম্পাদক আরিফ আহম্মেদ রিয়াদ জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪শ ১৬ জন ছাত্রীর সমন্বয়ে জাতীয় পতাকার অবয়বে মানব পতাকা তৈরি করা হয়। মানব পতাকা তৈরি করতে ৪শ ১৬ জন শিক্ষার্থীর হাতেই ছিল লাল ও সবুজ রঙের কার্ড বোর্ড। তাদেরকে আগে থেকেই প্রশিক্ষণ দেয়া হয়। লাল ও সবুজ রঙ্গের কার্ড বোর্ড মাথার উপর কখন কিভাবে প্রদর্শন করা হবে, তার জন্য সংকেত দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মইন উদ্দিন খন্দকার জানান, তৃষিতপুর নামের স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠনের আইডিয়া ও তাদের সহযোগিতায় বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে জাতীয় পতাকার অবয়বে ১৫শ বর্গ ফুটের মানব পতাকা তৈরি করে প্রদর্শন করে। কেন্দুয়া উপজেলা সদরে মানব পতাকার প্রদর্শন এটিই প্রথম। এটি নতুন প্রজন্মের নতুন আইডিয়া। এতে তাদের মনে দেশপ্রেম আরো জোরালো হবে।

(এসবি/এএস/ডিসেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test