E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্ণফুলীতে সুষ্ঠ নির্বাচনের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি

২০২১ ডিসেম্বর ২৩ ১৫:৩৪:৪৩
কর্ণফুলীতে সুষ্ঠ নির্বাচনের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি

কর্ণফুলী প্রতিনিধি : কর্ণফুলী উপজেলার শিকলবাহায় নাগরিক কমিটির উদ্যোগে ভোট কেন্দ্র দখলের অভিযোগ এনে সুষ্ঠ নির্বাচনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিকলবাহা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট মো. জামাল উদ্দিন ও সচিব লুৎফর রহমান শাহজাহান স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা ইসলামকে প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করেন, শিকলবাহার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম(আনারস)এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে। এমনকি ভোট ছিনিয়ে নেয়ারও ঘোষণা দিচ্ছে।তিনি বিভিন্ন সভা সমাবেশ, বৈঠক হুমকি দিয়ে বেড়াচ্ছেন। তাই আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়নের জনসাধারণ ভীত সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে নিরুৎসাহিত হচ্ছেন বলে নেতৃবৃন্দ দাবি করেন। তাই প্রশাসনের নিকট সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শিকলবাহা নাগরিক কমিটির উপদেষ্টা মহিউদ্দিন আল মাইজভাণ্ডারী, আবদুচ সত্তার রনী, সিনিয়র কো-চেয়ারম্যান আবদুল মান্নান, কো-চেয়ারম্যান মোহাম্মদ আজাদ, সদস্য সচিব লুৎফর রহমান শাহজাহান, কো-চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, দোস্ত মোহাম্মদ, মাহমুদুল হক বেঙ্গল, মোহাম্মদ ইকবাল, গিয়াস উদ্দিন পারভেজ, মৌলানা ইউনুচ অহীদি প্রমুখ।

(এম/এসপি/ডিসেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test