E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইসিটি মামলায় হয়রানি

রাঙামাটির ৩ সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি সিএইচটিআরইউ’র

২০২১ ডিসেম্বর ২৪ ১২:০৯:০২
রাঙামাটির ৩ সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি সিএইচটিআরইউ’র

জে.জাহেদ, চট্টগ্রাম : কথিত ফেইক আইডির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি অ্যাক্টে) দায়েরকৃত মামলায় পার্বত্য রাঙামাটির তিন সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে চিটাগাং হিলটেক্স রিপোর্টাস্ ইউনিটি (সিএইচটিআরইউ)।

গত মঙ্গলবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক জামালুদ্দিন হাওলাদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই দাবি জানান।

সংগঠনের পক্ষে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানাগেছে পার্বত্য রাঙামাটিতে ছদ্মনাম ধারণকারী (ফেইক) ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে এক তরুনীর দায়েরকৃত মামলায় “এশিয়ান টেলিভিশন, বার্তা টুয়েন্টিফোর ও মানবজমিন’র রাঙামাটি জেলা প্রতিনিধি আলমগীর মানিক, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিনিধি জাহেদা বেগম এবং স্থানীয় দৈনিক রাঙামাটির দু’স্টাফ রিপোর্টার হৃদয় ও র্নিঝণ সহ চার সাংবাদিককে জড়িয়ে হয়রানি করছে।

সেই মামলায় নিম্নে আদালতে হাজির হওয়ার শর্তে তিন সপ্তাহের আগাম জামিন দেয় দেশের সর্বোচ্চ আদালত। পরে সেই শর্তমতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চান তারা। জামিনযোগ্য এই মামলায় আদালত এক নারী সাংবাদিক বাদে অন্যতিন সাংবাদিকের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় দেশের সাংবাদিক সমাজের মধ্যে চাপাক্ষোভ সৃষ্টি এবং হৃদয়ে রক্তখরন শুরু হয়েছে।

ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, রাঙামাটির কোতয়ালী থানায় দায়েরকৃত মামলার অভিযোগ বেশকিছু ছদ্মনামে পরিচয়ধারী (ফেইক) ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে।

সেসব আইডি ব্যবহারকারীদের মামলার তদন্তকারী কর্মকর্তা বা আইনপ্রয়োগকারী কোনো সংস্থা এখন পর্যন্ত সনাক্তকরতে পারেনি। তবে ওই মামলায় পেশাদার সাংবাদিকদের কারারুদ্ধকরে রাখায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি দেশের সাধারণ মানুষের আস্তাহীনতার পাশাপাশি অশ্রদ্ধা সৃষ্টি করে চলেছে।

একইভাবে গত ক’দিন আগে দেশের আইন বাস্তবায়ন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রীর পরামর্শও ব্যত্যয় ঘটে চলেছে। কাগারে থাকা তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত কল্পিতমামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

(জেএইচ/এএস/ডিসেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test