E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তজুমদ্দিনে রাতভর সহিংসতার পর ভোটগ্রহণ 

২০২১ ডিসেম্বর ২৬ ১৫:০৮:৪৩
তজুমদ্দিনে রাতভর সহিংসতার পর ভোটগ্রহণ 

চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইউনিয়নের নয়টি কেন্দ্রের পাঁচটির অবস্থান বিচ্ছিন্ন ও দূর্গম চর জহির উদ্দিনে। একসময়ের জলদস্যুর আস্তানা হিসেবে পরিচিত চর জহির উদ্দিনের কয়েকটি ওয়ার্ডে গতরাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভয়ভীতি প্রদর্শন করার খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন প্রার্থীর অর্ধশতাধিক কর্মী ও সমর্থকরা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । 

সহিংসতার সবচেয়ে বেশি খবর পাওয়া গেছে চর জহির উদ্দিনের চার নং ওয়ার্ডের বান্ধের গোড়া দোনের পাড় এলাকায়। সরেজমিনে দেখা যায়, এলাকার কয়েকটি ঘরে দেশীয় অস্ত্র বগিদার কোপের চিহ্ন। স্থানীয়রা জানান রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় তালা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল মান্নান ও তার সমর্থকেরা বগিদা নিয়ে ঘরের দরজা খুলতে বলে। ঘরে অবস্থানরত নারী ও শিশুরা ভয়ে ভীত হয়ে দরজা না খোলায় পুরো ঘর কুপিয়ে ফেলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ আবু কালাম জানান, তার তিনজন সমর্থককে পুকুরে ডুবিয়ে হত্যার চেষ্টা করে তালা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান। এছাড়া হাসনাইন নামের এক সমর্থকের মাথা ফাটিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। এদিকে পাঁচ নং ওয়ার্ডের জসিম বাজারে ফুটবল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ জানান তার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম।

৪ নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার মোঃ সাইদুর রহমান জানান, সকাল ১১.৪৩ পর্যন্ত মোট ১৩৪১ ভোটারের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৬৫০ জনের। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ১২.৫১ মিনিট পর্যন্ত চর জহির উদ্দিনের ভোট গ্রহণ কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

(সিআর/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test