E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেন্দুয়ায় ১৬ চেয়ারম্যান প্রার্থীকে আ.লীগ থেকে বহিস্কার

২০২১ ডিসেম্বর ২৮ ২০:৪৮:৩৯
কেন্দুয়ায় ১৬ চেয়ারম্যান প্রার্থীকে আ.লীগ থেকে বহিস্কার

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের ১৬ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বহিস্কৃতদের মধ্যে রয়েছে আশুজিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু তাহের, চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম, দলপা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ আমিনুর রহমান খান পাঠান, গন্ডা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ শহিদুল ইসলাম আকন্দ, বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ফজলুর রহমান, চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ ইয়ার খান, নওপাড়া ইউনিয়ন আওয়ামলীগের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ শফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য মোঃ সারোয়ার জাহান কাউসার, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুব আলম বাবুল, চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মেদ, রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস.এম. ইকবাল রুমি, রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ লুৎফুর রহমান আকন্দ, পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী মো হুমায়ুন কবীর চৌধুরী, পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম খান ও কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাসকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রানা আহম্মদ খান পাঠান।

এডভোটে আব্দুল কাদির ভূঞা জানান, তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র অমান্য করে আওয়ামীলীগ প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে উপজেলা থেকে সাময়িক বহিষ্কার করে চিঠি দেয়া হয়েছে, একই সঙ্গে জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগ বরাবর স্থায়ী বহিষ্কারের জন্য বিশেষ মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

(এসবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০৭ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test