E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মদনে দুই চেয়ারম্যান প্রার্থীর পৃথক সংবাদ সম্মেলন 

২০২২ জানুয়ারি ০২ ১৭:২৫:৫১
মদনে দুই চেয়ারম্যান প্রার্থীর পৃথক সংবাদ সম্মেলন 

মদন প্রতিনিধি : নেত্রকোনা মদনে দুই চেয়ারম্যান প্রার্থীর পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাফায়েত উল্লাহ (নৌকা) মদন প্রেসক্লাবে ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী আবু তাহের আজাদ (আনারস) তার নির্বাচনি এলাকা বটতলা বাজারের একটি ক্যাম্পে পৃথক এ সংবাদ সম্মেলন করেন। 

মদন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাফায়েত উল্লাহ অভিযোগ করে বলেন,১ জানুয়ারী রাত আনুমানিক ১টার দিকে খাগুরিয়া বাজারে ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে নৌকার নির্বাচনী প্রচারণা ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর, প্রচার প্রচারণায় রাস্তা অবরোধ ও আমাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে বিএনপির স্বতন্ত্র আনারস প্রতীক আবু তাহের আজাদ। আমি ও আমার সমর্থকরা জীবনের নিরাপত্তা নিয়ে হুমকির মধ্যে আছি। এ নিয়ে মদন থানায় রোববার বিকালে একটি মামলা দায়ের করেছি। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরু উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আবু তাহের আজাদ বটতলা বাজারে তার নির্বাচনী ক্যাম্পে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকরা তার নির্বাচনী ক্যাম্প ভাংচুর,অগ্নি সংযোগ,নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। এমনকি আমার ও আমার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমি থানায় মামলা করতে গেলে থানায় মামলা নিচ্ছে না। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা আমার সন্দেহ আছে। আমি আইন শৃংঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পরে তিনি কাফনের কাপড় মাথায় বেধেঁ আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে তার সমর্থকদেরকে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ বিষয়ে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও ইউএনও বুলবুল আহমেদ বলেন,নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা সব ধরণের ব্যবস্থা গ্রহণ করব। তবে এসব ব্যাপারে কিছু কিছু অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

(এম/এসপি/জানুয়ারি ০২, ২০২২)

পাঠকের মতামত:

০৭ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test