E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাকার মালা দিয়ে ইউপি সদস্য আমিনুলকে বরণ 

২০২২ জানুয়ারি ০৭ ১৬:২২:২৪
টাকার মালা দিয়ে ইউপি সদস্য আমিনুলকে বরণ 

মদন প্রতিনিধি : কঠিন ভোট যুদ্ধে জয়ী হয়েছেন আমিনুল হক। তার বিজয়ে বেজায় খুশি কর্মী-সমর্থকরাও। তাদের আবেগ-আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে বিজয়ী মেম্বার আমিনুলের গলায়। টাকা ও ফুল দিয়ে তৈরি একাধিক মালা দিয়ে সদ্য নির্বাচিত মেম্বারের গলা সজ্জিত করে চলছে সমর্থক পুরুষদের পাশাপাশি নারীদের বিজয় উল্লাস। এভাবে হাট-বাজার, পাড়া-মহল্লায় শোভাযাত্রা করে ভোটারদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন নেত্রকোনা মদন উপজেলার ২নং চানগাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত সদস্য মোঃ আমিনুল হক মন্জু। তার গলায় দশ ও একশ টাকার নোটের এবং ফুলের মালা। আামিনুল ইসলাম ৪১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমরুল হাসান ২০৯ ভোট পান। আমিনুল ইসলাস এর বড় ভাই বকুল মিয়া এর আগে টানা তিন বারের সফল ইউপি মেম্বার ছিলেন।

আমিনুল ইসলাম বলেন,মানুষ আমাকে আমাদের পরিবারকে অনেক ভালবাসে। তাই এর বহি:প্রকাশ। তারা আমাকে ভালবেসে নারী পুরুষ ফুলের মালা,টাকার মালা পরিয়ে দিচ্ছে। তারা যেভাবে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে আমি যেন তাদের সেই মান রাখতে পারি।

(এম/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০৭ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test