E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের চাপায় দুই তরুণ নিহত

২০২২ জানুয়ারি ১৯ ২৩:৫৪:৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের চাপায় দুই তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপের চাপায় দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকার আলফাজ মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯) ও একই উপজেলার কেনা এলাকার নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২০)। এ ঘটনায় আনন্দ মিয়া (২০) নামের এক তরুণ আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলযোগে তিন তরুণ ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে হবিগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন। ইসলামপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত এবং একজন আহত হন।

ওসি শাহজালাল আলম বলেন, ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

(ওএস/এএস/জানুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test