E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে মোট পরীক্ষার ৩৮.৬৪ শতাংশ করোনা শনাক্ত

২০২২ জানুয়ারি ২৩ ১২:১০:৩৬
চট্টগ্রামে মোট পরীক্ষার ৩৮.৬৪ শতাংশ করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে নতুন করে আরও ১ হাজার ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। রবিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার আক্রান্ত হয়েছিলেন ৭০৪ জন। অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ৩২২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮২২ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২০৪ জনের মধ্যে লোহাগাড়ার ১১, সাতকানিয়ার ১৫, বাঁশখালীর ৭, আনোয়ারার ৩০, চন্দনাইশের ৮, পটিয়ার ১১, বোয়ালখালীর ১৭, রাঙ্গুনিয়ার ১৩, রাউজানের ২৭, হাটহাজারীর ১৯, ফটিকছড়ির ১৩, মিরসরাইয়ের ১৫, সীতাকুণ্ডের ১৪ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮১ হাজার ১৮৪ জন। বাকি ২৯ হাজার ৯৩৯ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৫ জনের।


২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

(জেজে/এএস/জানুয়ারি ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test