E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতিসহ বিএনপি ৪ সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ১১

২০২২ জানুয়ারি ২৪ ১৫:৩৯:৩৩
সভাপতিসহ বিএনপি ৪ সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ১১

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ বিএনপি সমর্থিত প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১১ জন নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ভোটসহ নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ (১৬২), সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন (২২৬), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ গোলাম কাউছার শামীম (১৭১), সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মাইনুল আহছান (১৭২), জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এএনএম মাঈনুল ইসলাম (১৮৩), সম্পদাক ফরমস্ অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান (১৭৪), সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার (১৭৪), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ মোঃ ইমান হোসেন টিটু (১৮৪), জেনারেল অডিটর অ্যাডঃ শাহাদাত সরকার শাওন (১৬৯), রানিং অডিটর অ্যাডঃ মোঃ নাদিম হোসেন তালুকদার (১৭২), চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ সাফায়াত হোসেন তালুকদার (১৬৩), সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মোঃ মাসুদ রানা (১৮৯), সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মোঃ শাখাওয়াত হোসেন মজুমদার (১৭৮), অ্যাডঃ মোঃ আবু কাউছার (১৮০) ও অ্যাডঃ তাছলিমা আক্তার (১৬৫)।

বিজিত প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে অ্যাডঃ মোঃ আহসান হাবীব (১৫৮), সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ মহসিন খান (১০৮), যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ আব্দুল মান্নান মিয়াজী (১৬৩), সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ সহিদুল হক খান (১৫৫), জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ আবু তাহের তালুকদার (১৪১), সম্পদাক ফরমস্ পদে অ্যাডঃ মোঃ কাইয়ুম হোসেন সুমন (১৫৩), সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ মোঃ শাহজাহান খান (১৫৫), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ রেজাউর রহমান শাওন (১৪৪), জেনারেল অডিটর পদে অ্যাডঃ রেজাউল করিম (১৫৮), রানিং অডিট পদে অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজি (১৫২), চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবুল হাসানাত বেপারী (১৬১), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মুহাম্মদ হাসিব (১৩১), সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ সুমন মিয়া (১৪৯), অ্যাডঃ ইমাম হোসেন সুমন (১৪২) ও অ্যাডঃ মোহাম্মদ মুসলিম মিয়াজী (১২৩)।

(ইউ/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test