E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

উত্তরা গণভবনে মন্ত্রীপরিষদ বৈঠকের দাবি

২০২২ ফেব্রুয়ারি ১০ ১২:২২:৪২
উত্তরা গণভবনে মন্ত্রীপরিষদ বৈঠকের দাবি

নাটোর প্রতিনিধি : নাটোরে উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শামিম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা মুক্তিযোদ্ধা ও দর্শনার্থীদের ফুল দিয়ে বরণ করেন। কেক কেটে ও মোনাজাতের মধ্য দিয়ে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয়।

অপরদিকে দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা খোলা জানালার উদ্যোগে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে র্যালিটি দিঘাপতিয়া বাজার এলাকা প্রদক্ষিণ করে গণভবনের সামনে এসে শেষ হয়।

এরপর আলোচানা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ঢাকার বাইরে দিঘাপতিয়া উত্তরা গণভবন করায় নাটোরবাসী হিসেবে আমরা গর্বিত। কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে কোনো মন্ত্রীপরিষদ বৈঠক হয়নি। তারা উত্তরা গণভবনে মন্ত্রীপরিষদ বৈঠকের দাবি জানান।

নাটোরের দিঘাপতিয়া রাজবাড়িকে ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরা গণভবন ঘোষণা করেন। যা ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র অফিস ও বাসভবন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এবং ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়েছিল উত্তরা গণভবনে। এরপর আর কোনো বৈঠক এখানে হয়নি।

উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুলে ফুলে সাজানো হয় প্রধানমন্ত্রীর এই বাসভবন। করা হয় আলোকসজ্জা। গণভবনের সাজসজ্জা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test