E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মহেশপুর সীমান্তে নারী পুরুষসহ আটক ১০

২০২২ ফেব্রুয়ারি ১২ ১৮:০৪:৫২
মহেশপুর সীমান্তে নারী পুরুষসহ আটক ১০

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের মেহগনি বাগান থেকে ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। 

আটককৃতারা হলেন, যশোরের কেশবপুর উপজেলার শাহাপুর গ্রামের মোঃ ইদ্রিস সরদার (৫৫), নুরজাহান বেগম (৫০), একই উপজেলার চিংড়ি বাজার গ্রামের রফিক মোড়ল (৫০), বেনাপোলের গাতীপাড়া গ্রামের মোঃ রেজাউল ইসলাম (৬০), শার্শা উপজেলার রামপুর গ্রামের খাইরুল ইসলাম (৩৪), দাউদখালী গ্রামের মোঃ আবুল কালাম (৩৫), পাবনার চাটমোহর উপজেলার কচুগাড়ি গ্রামের মোঃ শাহরিয়ার ইসলাম (২০), নড়াইলের পেড়লি গ্রামের মুরছালিনা বেগম (২৯) ও বাগেরহাটের স্মরণখোলা উপজেলার খেন্তাকাটা গ্রামের মোঃ শাহীন মিয়া (২৮)। অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test