E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বালিয়াকান্দিতে চর দখল মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক আটক

২০২২ মার্চ ১২ ১৭:৩৯:০০
বালিয়াকান্দিতে চর দখল মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক আটক

মিঠুন গোস্বামী ও একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে চর দখলের মামলায় অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শাহাদৎ মন্ডলকে (৬২) গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। শাহাদৎ মন্ডল নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের মৃত তেজারত মন্ডলের ছেলে এবং সে কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন শিক্ষক।

আজ শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার নামে আরে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগেও তাকে থানা পুলিশ স্থানীয় একটি কলেজের শিক্ষক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করে। সেই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

স্থানীয়রা তাকে ভূমিদস্যু শাহাদৎ মাস্টার বলে। এই শাহাদৎ মন্ডলের দখলে এখন প্রায় ৪০ একর সরকারি খাস জমি রয়েছে বলে জানান স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা। এমন কি সরকার ভূমিহীনদের নামে চর বন্দোবস্ত দিলেও শাহাদৎ মন্ডলের সন্ত্রাসী বাহিনীর সদস্যেদের কারণে প্রকৃত ভূমিহীনরা দখলে যেতে পারছেন না।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে সরকারি খাস জমি (চর) দখলকে কেন্দ্র করে শাহাদৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। চর দখলের কারনে নারুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর প্রসাদ বিশ্বাস বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী নারুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর প্রসাদ বিশ্বাস জানান, শাহাদাৎ মন্ডল একজন চর দখলকারী ও ভূমিদস্যু। তিনি খুবই বেপরোয়া। প্রশাসনের তোয়াক্কা তিনি কখনোই করেন না। কোনাগ্রাম মৌজার প্রায় ৪০ একর জেগে ওঠা চর তিনি অবৈধভাবে দখল করে আছেন। শুধু তাই নয় সরকারের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন স্থানীয় ভূমিহীনদের নামে ৯.২ একর খাস জমি বন্দোবস্ত দিলেও শাহাদাৎ মন্ডল বাহিনীর সদস্যদের বাঁধার মুখে প্রকৃত ভূমিহীনরা মাঠেই নামতে পারছি না। এই চরকে কেন্দ্র করে তিনি বেশ কয়েকবার দাঙ্গা বাঁধিয়েছেন।

এসময় তিনি আরও বলেন, সরকারি খাস জমি ও চর দখল উদ্ধারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেকোন উপায়েই হোক এসব জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হবে। সরকারি জমি উদ্ধারের জন্যেই মামলা করেছি।

(এমজিএকে/এসপি/মার্চ ১২, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test