E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোয়ালন্দে রাসেল মিলনমেলা 

২০২২ মার্চ ১৩ ১৭:৩৩:০২
গোয়ালন্দে রাসেল মিলনমেলা 

এম এ হীরা, গোয়ালন্দ : "সহজ মানুষ ভেবে দেখ নারে মন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে"এই প্রতিপাদ্য সামনে রেখে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ায় আব্দুর রহিম বিডিআর অবসরপ্রাপ্ত তার বাড়িতে ২৮ তম রাসেল মিলনমেলা ৫ দিন ব্যাপী উদযাপিত হচ্ছে। মেলার চতুর্থ দিন ১৩ ই মার্চ রবিবার সকালে গিয়ে দেখা যায় গ্রাম বাংলার ঐতিহ্য গাজীর যাত্রা দেয়ার জন্য বিশাল স্টেজ করা হয়েছে। রাসেল মিলনমেলায় শত শত  ভক্তবৃন্দ এ বাড়িতে উপস্থিত হয়েছেন। 

মেলা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ নিকবার হোসেন খানের নেতৃত্বে পাঁচ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন আব্দুর রহমান মণ্ডল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা মুন্সির চেয়ারম্যান গোয়ালন্দ উপজেলা পরিষদ ও সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মন্ডল মেয়র গোয়ালন্দ পৌরসভা, বিপ্লব ঘোষ সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোশাররফ হোসেন প্রামাণিক সভাপতি দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ আব্দুস সালাম মৃধা সহ-সভাপতি দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, শফিকুর রশীদ টিটু সাধারণ সম্পাদক দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ফজলুল হক বেপারী ইউপি সদস্য দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড, জামাল মোল্লা ইউপি সদস্য দৌলতদিয়া ৯ নং ওয়ার্ড, আয়েশা বেগম সংরক্ষিত মহিলা আসন দৌলতদিয়া ৭,৮,৯,আব্দুর রাজ্জাক মোল্লা সভাপতি ভারপ্রাপ্ত দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ সোহরাব হোসেন সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

মেলা উদযাপন সম্পর্কে আব্দুর রহিম বিডিআর অবসরপ্রাপ্ত জানান, আমার ছেলে মরহুম রাসেলকে স্মরণ করতেই আমরা প্রতি বছর এই মেলা উদযাপন করে থাকি। এ মেলা থেকে বিশ্ববাসীর শান্তি কামনা করি। আমার রাসেলের আত্মা যেন শান্তি পায় আমি মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি।

রাসেলের দুখিনী মা জানান, এ মেলায় যে ভক্তবৃন্দ রা আসেন তাদের দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে। তাদের দেখলেই আমার আনন্দ হয় আমার। আমার ছেলেকে মনে রাখতেই আমরা প্রতি বছর এ মেলা উদযাপন করে থাকি।

(এইচ/এসপি/মার্চ ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test