E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ভোক্তা অধিকার দিবস পালিত

২০২২ মার্চ ১৫ ২৩:০০:৩১
রাজবাড়ীতে ভোক্তা অধিকার দিবস পালিত

একে আজাদ, রাজবাড়ী : ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার রাজবাড়ীতে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সমহ সভাপতি জাকির হোসেন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হোসেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আৗয়াজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম স্থান বিজয়ী রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র যুলকারনাইন, ২ য় স্থান বিজয়ী অষ্টম শ্রেণির ছাত্র অর্ণব শীল স্রোত এবং ৩য় স্থান বিজয়ী রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মেঘলা।

খ গ্রুপে ১ম হয়েছে রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রী সীমা রানী দাস, আদর্শ মহিলা কলেজের ছাত্রী রিথী খানম এবং ৩য় লাবর্ণ আক্তার তিথিী।

(একে/এসপি/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test