E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গোয়ালন্দে জনপ্রিয় হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর 

২০২২ মার্চ ২০ ১৬:৪৩:১৪
গোয়ালন্দে জনপ্রিয় হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর 

এম এ হীরা, গোয়ালন্দ : গোয়ালন্দে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরে জাতির পিতার ১০২ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর ছবির গ্যালারি দেখতে এসে স্কুলপড়ুয়া পড়ুয়া শিক্ষার্থীরা জানান এ মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর দিন দিন আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। জাদুঘর দেখতে এসে স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, জনপ্রতিনিধিগণ জানান এ জাদুঘরে আসলে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারি। গোয়ালন্দে কারা কারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে আমরা জানতে পারি। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। 

গোয়ালন্দ মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের পক্ষ থেকে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জাদুঘরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস । তিনি বলেন, হে মুজিব তোমার ১০২ তম জন্মদিন।

বাংলার স্বাধীনতায় তুমিই ছিলে আমাদের প্রেরণা।তোমাকে বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষে ২০ মার্চ রবিবার সকালে জাদুঘরে থাকা বঙ্গবন্ধুর গ্যালারি দেখতে এসেছে শিশু-কিশোররা এখানে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি দেখতে পেয়ে আনন্দিত হয়েছে শিশু-কিশোররা।

জানা যায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে দেশের একমাত্র ব্যক্তিগত ‘মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর’ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে জাদুঘরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস ব্যক্তিগত উদ্যোগে জাদুঘরটি গড়ে তোলেন। ২০০৯ সালের ১৯ মে এর সূচনা হয়। এখানে ঠাঁই পেয়েছে মুক্তিযুদ্ধকালীন দুর্লভ তিন শতাধিক ছবি, বিভিন্ন স্মৃতি স্মারক। এর মধ্যে রাজবাড়ী ও গোয়ালন্দের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের ছবি, মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকসহ ভারতের কল্যাণী ক্যাম্পের কিছু দুর্লভ ছবি, বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রামের আহ্বান, পাক সেনাপতির আত্মসমর্পণের ছবি।

(এইচ/এসপি/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test