E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুরে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ

২০২২ মার্চ ২০ ১৮:১৫:৪১
লক্ষ্মীপুরে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ

শিমুল সাহা, লক্ষ্মীপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে ফ্যামেলী কার্ডের মাধ্যমে পৌর এলাকার প্রায় ৯ হাজার নিন্ম আয়ের পরিবারকে ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হয়েছে।

আজ রবিবার সকালে ৬ নং ওয়ার্ডে পৌর মেয়রের বাসভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।

পৌর মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবর রহমান। উদ্বোধন শেষে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে কার্ডধারী প্রত্যেক সুবিধাভোগীর মাঝে এসব পণ্য দেয়া হয়েছে। একই সাথে রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জেও এসব টিসিবির পণ্য ভর্তূকি মূল্যে বিক্রি করা হয়।

(এস/এসপি/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test