E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোয়ালন্দে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু 

২০২২ মার্চ ২০ ১৮:৩১:৪৬
গোয়ালন্দে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু 

এম এ হীরা, গোয়ালন্দ : আসন্ন পবিত্র রমজানের পূর্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারা দেশে ১ কোটি পরিবারকে বাংলাদেশে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ৩টি স্থানে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে আজ রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ১৮২৩ টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।

গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন টিসিবির পণ্য বিতরণের উদ্ধোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, ট্যাগ অফিসার রাজবাড়ী জেলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস আলী মোল্লা, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।

এ উপজেলায় ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯ হাজার ৭৫৪টি পরিবারকে টিসিবি’র পণ্য দেওয়া হবে। সুবিধা ভোগিরা জনপ্রতি পাবেন সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা, চিনি দুই কেজি ১১০ টাকা, মসুর ডাল ২ কেজি ১৩০ টাকা। সর্ব মোট ৪৬০ টাকার বিনিময়ে ৬ কেজি টিসিবির পণ্য পাবেন সাধারণ মানুষ। টিসিবি’র সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জামান ট্রেডার্স।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, আজ থেকে সাধারণ মানুষের মধ্যে টিসিবির পণ্য বিতরণ শুরু করেছে জনবান্ধব ও খাদ্য বান্ধব সরকার। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নেও এ টিসিবির পণ্য দেওয়া হবে।
টিসিবির পণ্য নিতে আসা ষাটোর্ধ বয়সী কুলসুম বেগম বলেন আগে ভিটিতে দেখতাম টিসিবির পণ্য শহরেই শুধু দেয়। এখন গ্রামেও দিচ্ছে। মানননীয় প্রধানমন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ। আমরা কম দামে এ পণ্য কিনতে পেরে অনেক আনন্দিত।

(এইচ/এসপি/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test