E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় বন্যা পরিস্থিতির অবনতি

২০১৪ সেপ্টেম্বর ২৫ ১৭:০৩:৩৫
নওগাঁয় বন্যা পরিস্থিতির অবনতি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। আত্রাইয়ে বাঁধ কাম রাস্তা ভেঙ্গে বির্স্তীর্ন এলাকা প্লাবিত হয়েছে। নওগাঁয় ছোট যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে আত্রাই পয়েন্টে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার এবং নওগাঁ লিটন সেতু পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নওগাঁ শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে নওগাঁ অঞ্চলে ফের বৃষ্টি শুরু হয়েছে। এতে বন্যার ভয়াবহতা আরো প্রকট আকার ধারন করতে পারে বলে সচেতনমহল আশঙ্কা করছেন।

বুধবার দিনগত রাত ৩টার দিকে আত্রাই উপজেলায় মির্জাপুরের নিকটে মিরাপাড়া নামকস্থানে বাঁধ কাম নওগাঁ-আত্রাই সড়ক পানির তোড়ে প্রায় ২ শ’ ফুট ভেঙ্গে গেছে। ফলে নওগাঁ জেলা সদরের সঙ্গে আত্রাইয়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবি জানিয়েছেন, এই ভাঙ্গনের স্থান দিয়ে পানি প্রবেশ করে আত্রাই উপজেলার মনিয়ারী, ভোঁপাড়া, শাহাগোলা এবং রানীনগর উপজেলার গোনা ও বড়গাছা এই ৫টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা সম্পূর্নভাবে প্লাবিত হয়েছে। রানীনগরের কুজাইল বাজার পানিতে ডুবে গেছে। বরাজ শ্মশানঘাটে ছোট যমুনা নদীর বামতীরে বাঁধে ফাটল দেখা দিয়েছে। প্লাবিত এসব এলাকার প্রায় ৫ হাজার হেক্টর জমির আমন ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। গ্রামীন সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় অন্তত ৫০ হাজারেরও বেশী মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাত ১০টায় ত্রি-মোহানীতে ইসরাফিল আলম এমপির তত্বাবধানে বস্তা ফেলে বাঁধের ভাঙ্গন রোধের চেষ্টা চালানো হয়।

এদিকে নওগাঁ শহরের ফ্লাডওয়ালের আউটলেট দিয়ে অব্যাহত পানি প্রবেশ করে নওগাঁ শহরের উকিলপাড়া, বাঙ্গাবাড়িয়া, সুপারিপট্টি, ডিগ্রি কলেজের মোড়, কেডি’র মোড়, পুরনো কালেক্টরেট ভবন চত্বর, ডিসির বাংলো, সেবাশ্রম সড়ক এলাকা, সুপারী পট্টি, ডালপট্টি এলাকা ডুবে গেছে। এসব এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। অপরদিকে উজানে বদলগাছীতে ছোট যমুনা নদীর দুই পাশের জমির ফসল নিয়ে কৃষকরা উদ্বিঘ্ন হয়ে পড়েছে। এই নদীর আড়াইল বুড়িতলা, চকালম, তেজাপাড়া ও দোনইল বাঁধের অবস্থা বেশ আশংকাজনক হয়ে পড়েছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে আরো শত শত গ্রাম প্লাবিত হতে পারে, এমন আশংকায় কৃষকরা নির্ঘুম রাত কাটিয়ে বাঁধে বাঁধে পাহাড়া দিচ্ছে ।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন খান বলেছেন, গত ১৫ বছরে ছোট যমুনা নদীতে এত অস্বাভাবিক পানি বৃদ্ধির ঘটনা ঘটেনি। এখনও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test