E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ঐক্য পরিষদের স্মারকলিপি

২০২২ মার্চ ২৪ ১৮:৩৮:২২
পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ঐক্য পরিষদের স্মারকলিপি

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দেয়া ইশতেহার বাস্তবায়নসহ পাঁচ দফা দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি দিয়েছে ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এর হাতে স্বারকলিপি তুলে দেন ঐক্য পরিষদ, ফেনী জেলা কমিটির সভাপতি শুকদেব নাথ তপন।

এসময় আরো উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া, ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি এডভোকেট সমির কর, এড. রশিক শেখর, জজকোর্টের এপিপি কংশ বণিক, সাধারণ সম্পাদক লিটন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক যতন মজুমদার, রিপন সাহা, এড. বাদল নাথ, ছাত্র-যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সৌরভ সাহাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দেয়া ইশতেহার অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, সংখ্যালঘু-আদিবাসি মন্ত্রনালয় গঠন এবং পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভুমিবিরোধ নিষ্পত্তি কমিশন যথাযথ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের এসব ন্যায্য দাবি আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ।

(এনকে/এসপি/মার্চ ২৪, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test