E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গোয়ালন্দে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

২০২২ মার্চ ২৬ ১৬:৪৬:৩৬
গোয়ালন্দে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এম এ হীরা, গোয়ালন্দ : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস  উদযাপনের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল,উন্নত ও নানা ধরনের উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।

এছাড়া তাদের সম্মানে দুপুরে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন,জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার,
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

(এইচ/এসপি/মার্চ ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test