E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁয় ৭০২ মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

২০১৪ সেপ্টেম্বর ২৬ ১৬:৫৩:৫৮
নওগাঁয় ৭০২ মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নওগাঁ প্রতিনিধি : আর মাত্র ৩দিন। মঙ্গলবারেই হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজোর মহাষষ্ঠি। এই ষষ্ঠির ঘটস্থানের মধ্যদিয়ে পুজো আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবার নওগাঁ জেলায় ৭০২ মন্ডপে শারদীয় দূর্গাপুজোর আয়োজন করা হয়েছে। মন্ডপ সাজানোর পাশাপাশি মন্ডপে মন্ডপে প্রতিমা সাজানোর কাজে মহাব্যস্ত কারিগররা। চলছে রং-তুলির শেষ আঁচর। প্রতিটি মন্ডপের সামনে সুদৃশ্য তোরন নির্মানের কাজ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পুজো উদযাপনের জন্য প্রশাসনিকভাবেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মন্ডপের পাশাপাশি জেলা জুড়ে নেয়া হয়েছে জোড়ালো নিরাপত্তা ব্যবস্থা। জেলা পূজা উদযাপন পরিষদের সহায়তায় পুলিশ ও র‌্যাব কড়া নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। 

জেলার ১১টি উপজেলার মধ্যে এবার নওগাঁ সদর উপজেলায় ১০৫টি মন্ডপে দূর্গা পুজোর আয়োজন করা হয়েছে। এর মধ্যে নওগাঁ পৌর এলাকাতেই পুজো মন্ডপের সংখ্যা ৫০টি। এছাড়া জেলার সাপাহার উপজেলায় ১৩টি, রানীনগর উপজেলায় ৪১টি, আত্রাই উপজেলায় ৪৩টি, পোরশা উপজেলায় ১৮টি, মান্দা উপজেলায় ১১০টি, বদলগাছি উপজেলায় ৮০টি, পতœীতলা উপজেলায় ৭১টি, নিয়ামতপুর উপজেলায় ৬১টি, ধামইরহাট উপজেলায় ২৫টি এবং মহাদেবপুর উপজেলায় ১৩৫টি মন্ডপে দূর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে। চলতি বন্যার কারনে নওগাঁ সদর, রানীনগর ও আত্রাই উপজেলার আংশিক এলাকায় পুজোর আনন্দে কিছুটা ভাটা পড়লেও জেলার অন্যান্য উপজেলাতে পুজো উপলক্ষ্যে সাজ সাজ রব পড়ে গেছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা জানান, ইতোমধ্যেই জেলার ৭০২ টি পুজো মন্ডপে নিরাপত্তার স্বার্থে নিজস্ব স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। জেলা পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান জানান, পুজোর শুরুতেই মন্ডপে মন্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন করাসহ পুলিশ ও র‌্যাবের টহল জোড়দার করা হবে। এখনো মন্ডপে মন্ডপে পুলিশী টহল চলছে।

(বিএম/এটিআর/সেপ্টেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test