E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেরপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, কলেজ শিক্ষকসহ গ্রেফতার ২

২০২২ মার্চ ৩১ ১৯:১৫:০৫
শেরপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, কলেজ শিক্ষকসহ গ্রেফতার ২

সোহেল রানা, শেরপুর : শেরপুরে এক কলেজ ছাত্রীকে বাসায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষক ও বাসার মালিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পৌর শহরের গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, ওই কলেজ ছাত্রীকে বুধবার সন্ধ্যায় প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরের তার ভাড়া বাসায় ডেকে নিয়ে এসে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা বুঝতে পেরে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাত ভয় দেখিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। রাতে বাসায় গিয়ে পরিবারের সহযোগিতায় ওই ছাত্রী ৯৯৯ এ ফোন করলে রাতেই কলেজ শিক্ষককে গ্রেফতার করে নকলা থানা পুলিশ। ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে আজ ভোরে শেরপুর থেকে বাসার মালিককেও গ্রেফতার করে সদর থানা পুলিশ।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান,আমরা দ্রুত ঘটনা ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছি। মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা- নিরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য প্রদান আসামী জুবায়েরকে শেরপুর চিফ জুডিশিয়াল মেজিস্টেট কোর্টে পাঠানো হয়েছে। মামলার আরেক পলাতক আসামী আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

(এসআর/এসপি/মার্চ ৩১, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test