E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁয় নতুন নতুন এলাকা প্লাবিত

২০১৪ সেপ্টেম্বর ২৬ ১৬:৫৬:৩০
নওগাঁয় নতুন নতুন এলাকা প্লাবিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আত্রাই উপজেলার মির্জাপুর নামক স্থানের ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে গত ২৪ ঘন্টয় আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে আত্রাই উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী, রানীনগর উপজেলার গোনা, কাশিমপুর, মিরাট ও বড়গাছাসহ ৭টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ-আত্রাই সড়কের ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ এনামুল হক, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরি কুবি, সওজ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু জানান, নওগাঁ-আত্রাই সড়ক ভেঙ্গে লাখ লাখ মানুষ পানি বন্দি অবস্থায় থাকলেও এবং দুই দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধার করার কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। বিশুদ্ধ পানি, শুকনা খাবার এমনকি কোন প্রকার ত্রান সামগ্রী এখনও পর্যন্ত বরাদ্দ করা হয়নি। চরম দুর্দশার মধ্যে সেখানে মানুষ দিনাতিপাত করছে।

এদিকে, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, রানীনগর উপজেলার বন্যা কবলিত গোনা, কাশিমপুর ও মিরাট ইউনিয়নের জন্য ২০ টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। শুক্রবার ওই তিন ইউনিয়নের বন্যার্তদের মাঝে জিআরের ২০ টন চাল বিতরন করা হয়েছে।

বুধবার সকালে শুরু হওয়া ভাঙ্গনের পর থেকে রানীনগর ও আত্রাই উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ১০ হাজার হেক্টর জমির আমন ফসল পানিতে তলিয়ে গেছে। গ্রাম ও গ্রামীন সড়ক গুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৩ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে শুক্রবার সকাল থেকে নতুন করে মান্দা উপজেলার নিম্নঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং পানির চাপে নওগাঁ-আত্রাই সড়কের ভাঙ্গা স্থান মেরামতের কোন উদ্যোগে গ্রহন করতে না পারায় এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোকতার হোসেন খান জানান, নওগাঁয় ছোট যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়ে শুক্রবার বিপদ সীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১২ ঘন্টার ব্যবধানে ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। একই ভাবে আত্রাই নদীর পানি এখন বিপদ সীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে শুক্রবারও শহর রক্ষা বাঁধের আউটলেট দিয়ে অব্যাহত পানি প্রবেশ করে নওগাঁ শহরের প্রধান সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও শহরের উকিলপাড়া, বাঙ্গাবাড়িয়া, সুপারিপট্টি, ডিগ্রি কলেজের মোড়, কেডির মোড়, পুরনো কালেক্টরেট ভবন চত্বর এবং সেবাশ্রম সড়ক এলাকা ডুবে রয়েছে। এসব এলাকার বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে।

(বিএম/এটিআর/সেপ্টেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test