E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ 

২০২২ এপ্রিল ০৩ ১৬:০১:২৮
গোপালগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ ট্রাইব্যুনাল) গোপালগঞ্জ আদালতের বিচারক আলমাস হোসেন মৃধাকে প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

আজ রবিবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী আদালত চত্বরে তারা এই কর্মসূচী পালন করেন। এমসয় শতাধিক আইনজীবী বিক্ষোভ সমাবেশে যোগদেন এবং আগামী তিন দিনের মধ্যে গোপালগঞ্জ থেকে অন্যত্র চলে যাবার আল্টিমেটাম দেয়া হয়। না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

উল্লেখ্য, ওই বিচারকের বিরুদ্ধে ইতোপূর্বে বিচার প্রার্থীদের সাথে অশোভন আচরনের প্রতিবাদে ও বিচারকের প্রত্যাহারের দাবীতে বিগত ১০দিন ধরে আইনজীবীরা আদালত বর্জন করে আসছেন।তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে আইন ও বিচার বিভাগের সাথে একাধিকবার কথা হলেও কোন কার্যকর ব্যবস্থা না নেয়ায় আইজীবীরা এই কর্মসূচী পালন করতে বাধ্য হয় বলে তারা জানান।

বিক্ষোভ সমাবেশে আইনজীবী সমিতির সভাপতি সুনীল কুমার দাস, সাধারণ সম্পাদক জুলকদর রহমান, সাবেক সভাপতি আতিয়ার রহমান, শেখ নাসির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী মেজবাহউদ্দিন, সাবেক পিপি আব্দুল হালিম, আইনজীবী আমিনুর রহমান বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

(টিকেবি/এসপি/এপ্রিল ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test