E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জ জেলা রোভারের নতুন কমিটি 

২০২২ এপ্রিল ২১ ১৭:৪৩:৩৫
গোপালগঞ্জ জেলা রোভারের নতুন কমিটি 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের ১৪ সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মজনুর রশিদ, রোভার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছেন।

অন্যান্য নির্বাচিতরা হলেন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ নাজমুন নাহার, জেলা রোভার লিডার মোঃ জুবাইর আল মাহমুদ, কোষাধ্যক্ষ জনাব মোঃ শাহ আলম, যুগ্ম সম্পাদক জনাব এস.এম.ওয়ালিউর রহমান, এছাড়া গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, গ্রুপ কমিটির সভাপতি, সম্পাদক ও আর.এস.এলদের মধ্য থেকে ৫ জন সহ সভাপতি, ২ জন গ্রুপ সভাপতি প্রতিনিধি, ২ জন জেলা রোভার নেতা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, পদাধিকার বলে জেলা রোভারের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ।
এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল বুধবার (২০ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের সভাপতি জেলা প্রশাসক জনাব শাহিদা সুলতানা। এতে জেলা রোভার সম্পাদক মোঃ মজনুর রশিদ, জেলা রোভার নেতা প্রতিনিধি জনাব মোঃ জুবাইর আল মাহমুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ কাউন্সিল সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট ও মুক্তদলের সভাপতি, সম্পাদক ও রোভার স্কাউট লিডারগণ সহ বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে নির্বাচনের মাধ্যমে গোপালগঞ্জ জেলা রোভারের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

(টিকেবি/এসপি/এপ্রিল ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test