E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ধানের ফসল কর্তন ও মাঠ দিবস 

২০২২ এপ্রিল ২৩ ১৬:৪০:০৩
গোপালগঞ্জে বঙ্গবন্ধু ধানের ফসল কর্তন ও মাঠ দিবস 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান- ১০০ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার দীঘলিয়া গ্রামে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক দীপংকর রায়, ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী ও কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়।

মাঠ দিবসে দীঘলিয়া গ্রামের কৃষক সঞ্জয় হালদারের জমিতে উৎপাদিত বঙ্গবন্ধু ধান- ১০০ কেটে পরিমাপ করে জানানো হয় প্রতি হেক্টরে এ জাতের ধান সাড়ে ৭ টন ফলন দিয়েছে।

(টিকেজি/এসপি/এপ্রিল ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test