E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কোটালীপাড়ায় ৬ শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্র পরিবার পেলো ঈদ সামগ্রী 

২০২২ এপ্রিল ২৯ ১৬:২০:২৭
কোটালীপাড়ায় ৬ শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্র পরিবার পেলো ঈদ সামগ্রী 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (প্রতিবন্ধী) ও দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার উপজেলার বান্দল গ্রামে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন চত্ত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ শিশুদের হাতে ঈদসামগ্রী তুলে দেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ, পোলার চালসহ ১০টি পন্য ও নগদ ৫০০টাকা।

এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান, বীর মক্তিযোদ্ধা লুৎফর রহমান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, শ্রমিক লীগ নেতা বশির বিন সামচুদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কর্ণধর মোহাম্মদ লাভলু শেখ একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন । এ জন্য তাকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। তাদের জন্য বর্তমান সরকার নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের মতো অনেক প্রতিষ্ঠান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন।

পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। তাদের কর্মকান্ড প্রশংসার দাবি রাখে। আমি চাইবো সমাজের সকল বিত্তশালীরা যেন এ ভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন।

মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, আমি প্রতিবছরই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে থাকি। এরই অংশ হিসেবে ৪০০ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (প্রতিবন্ধী) ও ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছি। সেই সাথে প্রয়োজনী ঈদ সামগ্রী কোনার জন্য প্রত্যেককে নগদ ৫ শ’ টাকা করে দিয়েছে। যাতে তারা সুন্দরভাবে ঈদ করতে পারে।

(টিকেবি/এসপি/এপ্রিল ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test