E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁয় অস্ত্র ও গুলিসহ জঙ্গীক্যাডার পিচ্ছি মিলন গ্রেফতার

২০১৪ সেপ্টেম্বর ২৯ ১৩:২৩:৫৮
নওগাঁয় অস্ত্র ও গুলিসহ জঙ্গীক্যাডার পিচ্ছি মিলন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : সোমবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ শহরের পার-নওগাঁস্থ ঢাকা বাস টার্মিনাল সংলগ্ন হোটেল অবকাশ এর একটি কক্ষ থেকে প্রথমে সর্বহারা ও পরে জেএমবির জঙ্গী ক্যাডার রায়হানুল ইসলাম ওরফে পিচ্ছি মিলন (৩০)কে ১টি ভারতীয় পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ আটক করেছে টাস্কফোর্স।

নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলামের নেতৃত্বে এনএসআই ও বিজিবি-৪৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে অংশ নেন। ওই বোর্ডিংএ অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স সেখানে অভিযান চালায়। আটককৃত পিচ্ছি মিলন নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের মৃত মোসলেম আলীর পুত্র বলে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা থাকায় দীর্ঘদিন সে পলাতক ছিল। সম্প্রতি তাকে এলাকায় দেখা যাচ্ছে বলে তার গ্রামের লোকজন জানায়। সংশ্লিষ্ট টাস্কফোর্স সূত্র জানায়, ওই বোডিংসহ পার-নওগাঁয় দুটি আবাসিক বোডিংএ দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ও নারীদেহ ব্যবসা চলে আসছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। হাই-ফাই ওই হোটেল দু’টিতে হাই সোসাইটির লোকজনের বেশী আনাগোনা হয় বলে সূত্র জানায়। স্থানীয় ছাড়াও ঢাকা থেকে নারী ও খদ্দেরের সেখানে আগমন ঘটে বলেও শোনা যায়। ওই বোডিং দু’টিতে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারী রয়েছে বলেও সূত্রটি দাবী করে।


(বিএমএম/এসসি/সেপ্টেম্বর২৯,২০১৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test