E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় ২৫ শিক্ষার্থী আটক

২০২২ মে ২৯ ১৯:১৭:৩০
ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় ২৫ শিক্ষার্থী আটক

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় স্কুল কলেজের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (২৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইন্সপেক্টর ফেরদৌসীর নেতৃত্বে কিউআরএফ (কুইক রেসপন্স ফর ফিমেল) টিমের মহিলা পুলিশ সদস্যরা ফেনী শহরের মহিপাল বিজয় সিংহ দিঘীর পাড়ে অভিযান চালিয়ে ২৫ জন শিক্ষার্থীকে আটক করে।

আটককৃতদের মধ্যে ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ জন ছাত্রী ও ১৪ জন ছাত্র রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বদরুল আলম মোল্লা জানান, স্কুল-কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা পার্কে ঘুরতে আসে। অনেক সময় অসামাজিক কাজে জড়িয়ে পড়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাদের মা-বাবারা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন।

কিন্তু মা-বাবার চোখকে ফাঁকি দিয়ে ক্লাসে না গিয়ে তারা সময় কাটায় বিভিন্ন পার্কে বা ভিন্ন স্থানে।
শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আটক করা শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। তাদের অভিভাবকদেরকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

(এনকে/এসপি/মে ২৯, ২০২২)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test