E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় পিচ্চি মিলন গ্রেফতারে মিষ্টি বিতরণ

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১৭:১১:৩৭
নওগাঁয় পিচ্চি মিলন গ্রেফতারে মিষ্টি বিতরণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রথমে সর্বহারা, পরে জেএমবির জঙ্গী অস্ত্রধারী সন্ত্রাসী রায়হানুল ইসলাম ওরফে রায়হান ওরফে পিচ্চি মিলন একটি বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতারের খবর তার নিজ বাড়ি আত্রাই উপজেলার জামগ্রামে পৌঁছলে ওই গ্রামে যেন স্বস্তি ফিরে আসে। মঙ্গলবার জনকন্ঠসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এলাকার মানুষ গ্রামের বিভিন্ন পয়েন্টে আনন্দে মিষ্টি বিতরন করে। গ্রামের মানুষ এলাকার ত্রাস হিসেবে পরিচিত পিচ্চি মিলনের যথাযথ শাস্তি এবং গ্রামের অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীর পুরো গ্যাং গ্রেফতারের দাবি জানায়।

গ্রামবাসী জানায়, গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে পিচ্চি মিলন রানীনগরের বাঁশবাড়িয়া গ্রামের আরিফ হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে রানীনগর থানায় হত্যা মামলা এবং বাগমারা থানায় অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘদিন হাজত খেটে এবং পলাতক থাকার পর গ্রামে এসে সে ত্রাসের রাজত্ব কায়েম করে। সে অস্ত্র উচিয়ে গ্রামের সাবেক মেম্বর আব্দুস সাত্তারের পুত্র শরিফুল ইসলামকে হত্যার হুমকি দিলে থানায় অভিযোগ করা হয়। বর্তমান মেম্বর বাবলুর ছেলে সেন্টুকেও হত্যার হুমকি দেয়া হয়।

গ্রামবাসী আরো জানায়, সম্প্রতি আত্রাইয়ের মধ্য-বোয়ালিয়া গ্রামের একটি দোকানঘরে মুকুল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এই পিচ্চি মিলন জড়িত ছিল। একটি সূত্র জানায়, ঘটনার দিন ওই গ্রামের হানিফ নামে এক যুবক তার মোটরসাইকেল করে পিচ্চি মিলনকে অস্ত্রসহ নওগাঁর অবকাশ বোডিংএ পৌঁছে দেয়। ওই গ্রামে মিলনের নেতৃত্বে অস্ত্রব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের একটি গ্যাং রয়েছে। সম্প্রতি সলিয়া গ্রামে রাতের আঁধারে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন বলে জানান। সোমবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ শহরের পার-নওগাঁ মহল্লার ঢাকাগামী বাস টার্মিনাল সংলগ্ন “হোটেল অবকাশ”এর ২০১ নং কক্ষ থেকে টাক্সফোর্স অভিযান চালিয়ে পিচ্চি মিলনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এব্যাপারে নওগাঁ সদর থানায় বিজিবি ৪৩ ব্যাটালিয়নের নায়েক সুবেদার সুজা বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামরা দায়ের করেছেন। মঙ্গলবার পিচ্চি মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান।

(বিএম/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test