E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দৌলতদিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

২০২২ জুন ০২ ১৩:৫২:০৯
দৌলতদিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের সামনে এ বাজেট সভার আয়োজন করেন ইউনিয়ন পরিষদ।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডলের সভাপতিত্বে জনসম্মুখে উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব মো: মেনামুল হাসান মিন্টু।

জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে ৬,১৫,৭৬,২০০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

আয়োজিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা মুন্সি। এ সময় দৌলতদিয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএএইচ/এএস/জুন ০২, ২০২২)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test