E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গোয়ালন্দে পূর্ব শত্রুতার জেরে মারামারি, আটক ২

২০২২ জুন ০২ ১৭:৫৪:৪১
গোয়ালন্দে পূর্ব শত্রুতার জেরে মারামারি, আটক ২

এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন এলাকার এক নং মৃধা ডাঙ্গার এলাকার মো. নূরু মৃধা তার পরিবারকে পিটিয়ে আহত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নুরু মৃধা অভিযোগপত্রে উল্লেখ করেন, কুদরত শেখ (৩৭) মুকিম শেখ (২৮)কলিম মৃধা (৪০) আলাউদ্দিন মৃধা (৩৬)পলাশ (২২) ও অজ্ঞাত দশ পনের জন মিলে মোটরসাইকেলযোগে আমার নিজ বাড়িতে এসে ভাঙচুর তাণ্ডব চালায়। এইসব চিহ্নিত লোকজনের হাতে গুরুতর জখম হয় আমার বড় মেয়ে রোজিনা আক্তার (৩২), ও ছোট মেয়ের রুনা কে তারা বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। খবর পেয়ে আমি দ্রুত বাড়িতে যেয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের পাঠিয়ে দেন।আমার ছোট মেয়ে রুনার হাত ভাঙ্গা অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে পড়ে আছে।

বৃহস্পতিবার উজানচর ইউনিয়নের আবুলের দোকানে গিয়ে সরেজমিনে জানা যায়, বাদী নুরু মৃধার বড় মেয়ের বিয়ের ঘটক ছিলো বিবাদী কুদরত শেখ তিনি মেয়েকে ভালো ঘরে বিয়ে দেয়ার কথা বলে ১ লাখ টাকার দাবি করেন। বাদী নুরু মৃধা কিছু টাকা দিতে রাজি হয় সম্পূর্ণ টাকা না দেয়ায় ক্ষেপে যান কুরদত শেখ।এসময় নুরু মেধা ও ক্ষুদ্র ছেকের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে ক্ষুদ্র তাদের লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বুধবার রাতে নুরু মৃধার লিখিত অভিযোগের ভিত্তিতে কলিম মৃধা ও আলাদ্দিন মৃধা নামে দুই জন আসামিকে আটক করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

(এমএএইচ/এএস/জুন ০২, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test