E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুকসুদপুরে আনসার ও ভিডিপি সমাবেশ

২০২২ জুন ০৫ ১৬:১৬:২৮
মুকসুদপুরে আনসার ও ভিডিপি সমাবেশ

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ হয়েছে। আজ রবিবার মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া।

উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে থানার ভারপ্রাপ্ত বর্মকর্তা মোঃ আবু বক্কর মিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সইফুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য দেন।

পরে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আনসার-ভিডিপির ২৪ সদস্যের হাতে বাই সাইকেল, ছাতা ও চর্ট লাইট তুলেদেন অতিথিরা।

এরআগে সমাবেশ উপলক্ষে মুকসুদপুরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মুকসুদপুরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সমাবেশে মুকসুদপুর উপজেলার ২ শ’ আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।

(টিকেবি/এসপি/জুন ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test