E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেরপুরে নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

২০২২ জুন ০৫ ১৮:২১:০৫
শেরপুরে নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সোহেল রানা, শেরপুর : শেরপুর জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে শেরপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তারের মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজণীগন্ধায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় এডিএম তোফায়ের আহম্মেদ, এডিসি মোক্তাদিরুল আলমসহ শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, রিপোটার্স ইউনিটি’র সভাপতি মারুফুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরলে জেলা প্রশাসক সাহেলা আক্তার এসময় শেরপুরের সার্বিক উন্নয়ন সাংবাদিকদের সাথে নিয়েই কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

(এসআর/এসপি/জুন ০৫, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test