E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সুবর্ণচরে জোরপূর্বক দোকান ঘর দখলের অভিযোগ

২০২২ জুন ০৭ ১৯:২৪:২০
সুবর্ণচরে জোরপূর্বক দোকান ঘর দখলের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে ৩ জন ব্যক্তির কেনা জায়গা সম্পত্তি ও দোকান ঘর জোর পূর্বক জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে মিথ্যা হামলা মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে ভুক্তভোগীদের।

ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নে উত্তর ব্যাগা গ্রামের ঈমান আলী বাজারে।
সরজমিনে গেলে দেখা যায় ভুক্তভোগীদের জায়গা জোর পূর্বক দখল করে রেখেছে উত্তর চর বাগ্যা গ্রামের আব্দুল কাদের এর পুত্র মিলন মাঝি তার ভাই নুর উদ্দিন একই গ্রামের ইউনুছ মাঝি।

ভুক্তভোগী চরজব্বর ইউনিয়নের চর বাগ্যা গ্রামের ছিদ্দিক আলীর পুত্র মোঃ সবুজ, একই গ্রামের আবুল কালামের পুত্র ফারুক ও নুরুল আলমের পুত্র শাহ আলম।

ভুক্তভোগী সবুজ বলেন, উত্তর ব্যাগ্যা গ্রামের মৃত আলী আহমদদের পুত্র মফিজের কাছ থেকে সব ২০০৭ সালে তিনি, ফারুক এবং নুরু মাঝি ঈমান আলী বাজারের পাশে নদীর কিনারে ৮ ডিসিমেল করে ২৪ ডিসিমেল দোকান ভিটির জায়গা ক্রয় করেন। কেনার পর থেকে সেখানে তারা একটি মেইল ঘর নির্মাণ করেন এবং পাশে কয়েকটি ভিটি তৈরী করেন। ক্ষমতার পালা বদলে ২০১৪ সালে ১২ ডিসিমেল জায়গা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক মিলন মাঝি দখল করে নেয় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। বর্তমানে মিলন মাঝি সে জায়গাটি দখল করে রেখেছে।

ভুক্তভোগী আবু কালাম বলেন, ২০১১ সালে ঈমান আলী বাজারের মাঝখানে দোকান ভিটি সহ আড়াই ডিসিমেল জায়গা মফিজ মিয়ার কাছ থেকে ক্রয় করেন। দোকান ভিটিসহ কেনার পর তারা জায়গায় দোকান ঘর তৈরী করে সেখানে মুদি দোকান করে ২০১৭ সাল পর্যন্ত তারা দোকান করে আসছিলো। একই বছর হঠাৎ করে মিলন মাঝি গভীর রাতে ১ শতাধিক লোক নিয়ে রাতে দোকানে তিনি থাকাঅবস্থায় তাকে মারধর করে দোকান লুটপাট করে নিয়ে যায় এবং সেখানে ইউনুছ মাঝি জোর পর্বক ঘর উঠিয়ে দখল করে ন্যায়। এবং আবু কালামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়ারানি করে। কিছুদিন আগে আবুল কালাম তার জায়গায় ইটবালি নিয়ে দোকান ভিটি নির্মাণ করতে গেলে ইউনুছ মাঝি ও তার ভাই নুর উদ্দিন বাঁধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে জানতে সরজমিনে গেলে অভিযুক্ত মিলন মাঝি ও ইউছুপ মাঝি তাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা দাবী করে তিনি বলেন " আমরা জায়গা কিনেছি তার কাগজ পত্র আছে, তাদের দাগ অন্য জায়গায়।

জমির মূল মালিক মফিজ মিয়া মিলন মাঝি এবং ইউনুছ মাঝিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে বলেন, মিলন মাঝি ইউছুপ মাঝি তারা ভূমিদস্যু তাদের কাছে বিক্রি করেছি অন্য দাগে তারা আবূল কালাম, ফারুক, সবুজ এবং নুর নবীর জায়গা দখল করে বসে আছে।

ভুক্তভোগীরা তাদের জায়গা ফেরত পেতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

(আইইউএস/এএস/জুন ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test