E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বদলগাছীতে মাদক ব্যবসায়ী আটকের জেরে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

২০১৪ অক্টোবর ০১ ১৬:৩১:০৯
বদলগাছীতে মাদক ব্যবসায়ী আটকের জেরে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের জের ধরে সৃষ্ট সংঘর্ষে দুলাল হোসন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার কাশিমালা গ্রামের অছিমদ্দিনের ছেলে চিহ্নিত মাদক সম্রাট এমরান হোসেন দীর্ঘদিন থেকে মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, প্যাথেডিন, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের জমজমাট ব্যবসা করে আসছিল। এর প্রেক্ষিতে থানা পুলিশ বিভিন্ন সময় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করতে ব্যর্থ হয়ে মাদক সম্রাট এমরানকে গ্রেফতারে গ্রামবাসীর সহযোগিতা চায়।

এতে একই গ্রামের আনিছুর রহমানের ছেলে দুলাল হোসেন ও তার ভাই হেলাল হোসেনসহ গ্রামবাসী সোমবার সন্ধ্যায় মহেশপুর গ্রামের মোড়ে এমরানকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দেয়। এই সুযোগে মাদক ব্যবসায়ী এমরানকে আটক করার ঘটনা এলাকায় জানাজানি হলে এমরানের পরিবারের লোকজনরা লাটিসোটা নিয়ে মহেশপুর মোড়ে গিয়ে দুলাল ও তার ভাই হেলালসহ কয়েকজনের ওপর হামলা চালিয়ে মারপিট করে এমরানকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে। এ সময় এমরান ও তার লোকজনের মারপিটে দুলাল হোসেন গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুলালের মৃত্যু ঘটে।

এ ঘটনায় নিহত দুলালের বাবা আনিছুর রহমান বাদী হয়ে রাতে এমরানসহ ৯ জনকে আসামী করে বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামী এমরানের ভাই মান্নান, ছলিমুদ্দিনের ছেলে রানাদুল ও তার ছেলে দিপু ওরফে সাগরকে চিকিৎসাধীন অবস্থায় বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্স থেকে পুলিশ গ্রেফতার করে।

(বিএম/এএস/অক্টোবর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test