E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মহানবীকে কটূক্তির প্রতিবাদে বাগদুলী বাজারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা 

২০২২ জুন ১৫ ২৩:২৬:৫০
মহানবীকে কটূক্তির প্রতিবাদে বাগদুলী বাজারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় সম্প্রতি ভারতের উগ্র সামপ্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার মৌরাট ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বুধবার (১৫ জুন) বেলা ৩ টায় ইউনিয়নের বাগদুলী হাট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

যোহরের নামাজের পর মৌরাট ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ধর্ম প্রাণ মুসল্লী নবীর প্রেমিকগন মিছিল সহকারে বাগদুলী বাজার হাট চত্বতে এলাকায় সমবেত হয় এবং সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার উপাধাক্ষ ড. খন্দরকার মাহবুবুর রহমান, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, পাংশা রশিদিয়া কওমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওঃ আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী সরদার, মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের যগ্ন সম্পাদক ও বাগদুলী বাজার বনিক সমিতির সভাপতি কেছমত আলী শেখ প্রমুখ।

এ প্রতিবাদ সভা পরিচালনা করেন বাগদুলী বাজার জামে মসজিদের খতিব ও নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ মতিউর রহমান ও কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মহিউদিন মানিক।

প্রতিবাদ সমাবেশে বক্তাগন নবীজিকে কটুক্তির তীব্র নিন্দা জানিয়ে কটুক্তিকারিদের কঠোর শন্তির দাবী জানান। সেই সাথে রাষ্ট্রীয় ভাবে এ ঘটনার ত্বীব্র নিন্দা জানিয়ে সংসদ থেকে একটি বিবৃতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান ।

সমাবেশ শেষে বাগদুলী হাট চত্বর থেকে থেকে বিশাল একটি দ মিছিল বের হয়ে বাজার পদক্ষিন শেষে বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(একে/এসপি/জুন ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test