E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কোটালীপাড়ায় স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

২০২২ জুলাই ০৬ ১৬:৩৬:১৩
স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কোটালীপাড়ায় স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এনে স্বাস্থ্য সহকারীরা সংবাদ সম্মেলন করেছেন।

আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচ তলায় তারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে টুপুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান লিখিত বক্তব্যে পাঠ করেন। এ সময় ৩৬ জন স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত গত জুন মাসে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৭৩ জন মাল্টিপারপাস ভলান্টিয়ারের কাজ থেকে ২ লক্ষ ৭৩ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেছেন। ওই কর্মকর্তা উপজেলার সকল স্বাস্থ্য সহকারীর কাজ থেকে করোনা ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সম্মানী ভাতা থেকে ২০ পার্সেন্ট করে উৎকোচ গ্রহন করেছেন।

এছাড়াও ডা. নন্দা সেন গুপ্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেন বলে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে কোর প্রতিকার মেলেনি বলে সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের অবহিত করা হয় ।

দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এখানে দায়িত্বভার গ্রহনের পরে কয়েকজন দুষ্ট প্রকৃতির কর্মচারির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করি। তারা আমার বিরুদ্ধে এই ধরণের মিথ্যা অভিযোগ করছেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে কোন অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জনানো হবে।

(টিকেবি/এসপি/জুলাই ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test